জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি আব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার”-এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ উপলক্ষে বান্দরবানে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের প্রাঙ্গণের সম্প্রীতির মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে সম্প্রীতির মুক্ত মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সংগীত ও নৃত্য শিল্পী অংশ নেয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো: মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.মুকছুদুল আমিন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শহীদুল আলম, স্থানীয় মরকার প্রকৌশল অধিদপ্তরের নিবাহী প্রকৌশলী মোহন চাকমা, নেজারত ডেপুটি কালেক্টর আলীনূর খানসহ জেলার সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।