৪৬১ নমুনার ২৪৯ রিপোর্ট হাতে,৪ টি ছাড়া সবই নেগেটিভ

কোভিড-১৯ সারাদেশে ছড়িয়ে পড়ার পর পার্বত্য জেলা রাঙামাটি থেকে এই পর্যন্ত ৪৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শনিবার রাত পর্যন্ত রিপোর্ট হাতে এসেছে ২৪৯ জনের। এদের মধ্যে ৪ জনের পজিটিভ এবং বাকিদের নেগেটিভ রিপোর্ট এসেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ইনচার্জ ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা বেশিরভাগ রাঙামাটি সদর হাসপাতালের। তবে জেলার প্রতিটি উপজেলা থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে সেই হিসেবেই পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।’
এদিকে রাঙামাটি সিভিল সার্জন অফিস তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছেন,এ পর্যন্ত ২০৪৫ জনকে কোয়ারিন্টনে পাঠানো হয়েছে,এদের মধ্যে ৬৩০ জন প্রাতিষ্ঠানিক এবং ১৪১৫ জন হোম কোয়ারেন্টিনে। ১৬৮৬ জন ইতোমধ্যেই কোয়ারেন্টিন সময়কাল পাড় করেছেন এবং এখনো কোয়ারেন্টিনে আছেন ৩৫৯ জন।
কোন রোগিই আইসোলেশনে বা খারাপ অবস্থায় নেই বলেও জানিয়েছে রাঙামাটি সিভিল সার্জন অফিস।