বুধবার চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৪ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ৪২ রানে অলঅাউট হয়ে লক্ষীপুর জেলা দলের কাছে ১২৫ রানের বড় ব্যবধানে হেরে গেছে। সকালে টসে জয়লাভ করে লক্ষীপুর অনুর্ধ্ব ১৪ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি বিঘ্নিত ৪০ ওভারে নির্ধারিত ম্যাচে লক্ষীপুর জেলা দল ৯ উইকেটে ১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করে।লক্ষীপুরের সর্বোচ্চ হৃদয় ৬৮ ও শরীফ ৩৯ রান করেন।রাঙামাটি জেলার রবিউল ৫,মোদাচ্ছের ১ ও এনামুল ১ উইকেট লাভ করেন। বিরতির পর রাঙামাটি জয়ের জন্য ১৬৮ রানের লক্ষে খেলতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে মাত্র ৪২ রানে অলঅাউট হয়ে রাঙামাটি ১২৫ রানের বিশাল হার মেনে নেয়।রাঙামাটির পক্ষে দুই অংকে কোন ব্যাটসম্যান যেতে পারেননি উল্লেখযোগ্য স্কোর অতিরিক্ত থেকে ১৪ রান। রাঙামাটি দলের শেষ খেলা ৪ জানুয়ারী চাঁদপুরের সাথে।রাঙামাটি প্রথম ম্যাচে কুমিল্লার কাছে ৫৭ পরাজিত হয়।দলের সাথে মহিতোষ কোচ ও ফজলুর রশিদ ম্যানেজার হিসেবে রয়েছেন।
Previous Articleপুত্রের জন্মদিনেই লাশ হলেন পিতা মিঠুন চাকমা !
Next Article হেরে হেরেই বাড়ী ফিরলো রাঙামাটির কিশোর ক্রিকেটাররা
1 Comment
৪২!