নিজস্ব প্রতিবেদক ॥
৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশপ্রাপ্ত হওয়ায় তৌফিক হাসান কবীরকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি অভিলাষ ক্রিকেট ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় তবলছড়ি ওয়াপদা কলোনীতে অভিলাষ ক্রিকেট ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে ঐতিহ্যবাহী এ ক্লাবটি। এসময়ে তৌফিক হাসানকে অতিথিরা সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা কাজী জালোয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ফাউন্ডেশনের আহবায়ক মেহেদী আল মাহবুব, অভিলাষ ক্রিকেট ক্লাবের সহ সভাপতি আউয়াল আজম বাবুল, সহ সভাপতি অলক চক্রবর্তী, সহ সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান সোহাগ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, তৌফিক হাসান সুমেল শুধু ওয়াপদা কলোনী নয় রাঙামাটিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম করলে সাফল্য পাওয়া সম্ভব। মানবিক মানুষ হয়ে মানুষের জন্য তৌফিক জনগণের সেবক হয়ে কাজ করবে তেমনটাই প্রত্যাশা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তৌফিক হাসান কবীর বলেন, আমার এ অর্জন আমার পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী ও শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান রয়েছে। কেউ লক্ষ্য নির্ধারণ করলে তা পরিশ্রমের মাধ্যমে সে লক্ষ্য অর্জন করা সম্ভব।
সংবর্ধনা অনুষ্ঠানে মো: ওবায়েদ, তৌফিক হাসানের পিতা মো: জামাল, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক অপু, মো: কাউসার উপস্থিত ছিলেন।