গত রোববার সারাদেশের সাথে একযোগে রাঙামাটিতেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০১৮। এ ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে রাঙামাটিতে মোট ৩৬টি মোটরযানকে মামলা ও ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সার্জেন্টগণ এসব দন্ড দেন।
ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী পুরোদিনে ১৩টি মোটর-সাইকেল, ৭টি সিএনজি চালিত অটোরিকশা, ৪টি বাস, ২টি ট্রাক ও ১টি কাভার্ট ভ্যানকে এ মামলা প্রদান করা হয়। অন্যদিকে, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালদের মাধ্যমে ৯টি মোটরযানকে মামলা ও ২ হাজার ৭০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নীতি বিকাশ দত্ত জানান, অধিকাংশ গাড়ীর ড্রাইভারের লাইসেন্স নাই। এরমধ্যে ফিটনেসবিহীন গাড়ী এবং লাইসেন্সবিহীন গাড়ী চালানোর অপরাধে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা এবং হালকা ও ভারি যানবাহনের বিরুদ্ধে এসব মামলা দেয়া হয়েছে। পুরো ট্রাফিক সপ্তাহজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে।