১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালী এলাকার গভীর অরণ্যে ৩৫ কাঠুরিয়া হত্যার ২৪ তম বার্ষকী উপলক্ষে শোক র্যালী ও শোকসভা করেছে পার্বত্য চ্ট্টগ্রাম নাগরিক পরিষদ লংগদু উপজেলা শাখা।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোকর্যালী শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৩৫ কাঠুরিয়ার সমাধিস্থলে এসে শোক সভায় মিলিত হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লংগদু উপজেলা শাখার আহবায়ক খলিলুর রহমান খানের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ও কেন্দীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ,খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এসএ মাসুম রানা, রাঙামাটির জেলা কমিটির সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, রাঙামাটি শাখার সহসভাপতি কাজী মোহাম্দ জালোয়া, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুম,ছাত্র নেতা আসাদ উল্লাহ ও নিহতদের স্বজন রাকিব হোসেন প্রমূখ।
পার্বত্য নাগরিক পরিষদ লংগদু উপজেলা শাখার সদস্য সচিব এবিএস মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তরা বলেন, “৩৫ কাঠুরিয়া হত্যার বিচার ২৪ বছরেও হয়নি এবং ভবিষ্যতে হওয়ার আশা নাই। আমরা চাই নিহতদের পরিবারগুলোকে পূনর্বাসণ করা হোক। তাদের স্বজনদের চাকরীর ব্যবস্থা করা হোক। নিহতের স্বজনরা এখন পরিবার পরিজন নিয়ে কষ্টে আছে। আমরা এই অসহায় পরিারগুলোর পাশে দাড়াতে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতা চাই।“
শোকসভা শেষে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । এছাড়াও নিহত ৩৫ কাঠুরিয়ার পরিবারসমূহকে আর্থক সহায়তা প্রদান করেন নেতৃবৃন্দ।