কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২ অক্টোবর হতে কাপ্তাই কর্ণফুলি স্টেডিয়ামে শুরু হবে কাপ্তাই উপজেলা আন্ত: ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। কাপ্তাই ১৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শহীদুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। আগামী ৬ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তারিকুল আলম জানান টুর্নামেন্টে উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের দল অংশ নিবে। টুর্নামেন্ট ব্যবসস্থাপনা কমিটির আহ্বায়ক উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল জানান টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে অংশগ্রহনকারী দলগুলো তাদের নিজস্হ মাঠে প্র্যাকটিস শুরু করেছে। তিনি সকল ক্রীড়ামোদী দর্শকদের স্টেডিয়ামে উপস্হিত থেকে খেলা উপভোগ করার আমন্ত্রন জানান। ২ অক্টোবর উদ্বোধনি খেলায় অংশ নিবে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ বনাম ২ নং রাইখালি ইউনিয়ন পরিষদ।।
Previous Articleলামায় এক ব্যক্তির লাশ উদ্ধার
Next Article জুরাছড়ি ছাত্রলীগের শেখ হাসিনার জন্মদিন পালন