বান্দরবানব্রেকিং

২৫০০ টাকা করে পাচ্ছেন বাইশারীর ১৪৮৪ জন

সরকারের মানবিক সহায়তার আওতায়

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি :  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ১৪৮৪ মানুষ পাচ্ছে সরকারের মানবিক সহায়তার আওতায় ২৫০০ টাকা। পবিত্র ঈদুল ফিতরের দিন সোমবার (২৫ মে) ভোরে নিজেদের ব্যবহৃত মোবাইল নাম্বারে ইউনিয়নের ২০ অসহায় ব্যক্তি পেয়েছে ২৫’শ টাকা একাউন্টে আসার এমন ম্যাসেজ।

নগদে টাকা হাতে পেয়ে যারপরনাই খুশি এসব হতদরিদ্র কর্মহীন মানুষ। তাদেরই একজন সিএনজি চালক মোঃ ইউসুফ। ইউনিয়নের দক্ষিন বাইশারী এলাকার বাসিন্দা। সংসারে ৪ ছেলে-মেয়ে সহ ৬ জনের সংসার। পেশায় সিএনজি চালক। করোনা সংক্রামক রোধে উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউন ঘোষনার পর থেকে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। পবিত্র ঈদুল ফিতরে সন্তানদের নতুন কাপড়ের আবদার পূরণ করা তো দূরের কথা! পেটের চিন্তায় বিভোর। ঈদের দুপুরে মোবাইলে ম্যাসেজের রিংটোন বেজে উঠলে পড়ে দেখেন ২৫’শ টাকা এসেছে সরকারের পক্ষ থেকে। ব্যস বাড়ীতে নিয়ে গেলেন এক চাল এবং অন্যান্য সামগ্রী।
আরেকজন দিনমজুর নুরুল ইসলাম। ইউনিয়নের সদর মধ্যম বাইশারী এলাকার বাসিন্দা। লকডাউনে মধ্যবিত্তরা কোনঠাসা হওয়ার পর কাজকর্ম নেই তার। ৬ জনের সংসারে কিছু স্বস্তি মিলেছে ঈদের দিন সরকারের মানবিক সহায়তার ২৫’শ টাকা পেয়ে। তিনিও ক্রয় করেছেন চাল সহ অন্যান্য সামগ্রী। তারা উভয়ে খুবই খূশি কঠিন মূহুর্তে সরকারের মানবিক সহায়তার টাকা পেয়ে। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

এ বিষয়ে জানতে চাইলে বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী ইউনিয়নের ১৪৮৪ অসহায়, গরীব, দিনমজুর ব্যক্তি নির্বাচিত করে স্বচ্ছভাবে মানবিক সহায়তা তালিকা করা হয়। পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে এবং দুপুরে ইউনিয়নের নির্বাচিত কিছু ব্যক্তি সরকারের উক্ত মানবিক সহায়তার টাকা পেয়েছেন। তারা সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ধাপে ধাপে নির্বাচিত সকল অসহায়, গরীব এবং দিনমজুর ব্যক্তিরা সরকারের মানবিক সহায়তাও আওতায় ২৫’শ টাকা পাবেন বলে আশাবাদী তিনি।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =

Back to top button