পাহাড়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি আসনের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা রেজিস্ট্র্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, পুনর্মিলনী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, সদস্য সচিব শ্রীলা তালুকদার প্রমুখ। উৎসবের রেজিস্ট্র্রেশন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্র্যন্ত। আগামী ২৩ ডিসেম্বর বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হতে।