করোনা ভাইরাসজনিত সংক্রামন বিস্তার লাভ করায় মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইতোমধ্যেই এই ব্যাপারে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ায় তারা দ্রæতই মাঠে নেমে পড়েছে। এই কার্যক্রমে পার্বত্য জেলা রাঙামাটির ১০ টি উপজেলা রাঙামাটি এবং রাঙামাটির পৌরসভার ৬০ হাজার পরিবারকে ২০ কেজি হারে খাদ্য সহায়তা প্রদান করা হবে ।
তবে ৩ দিনের মধ্যেই তালিকা মন্ত্রনালয়ে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৩ মে তারিখের মধ্যে সংশ্লিষ্ট পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারদের এর সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা জমা দেয়ার ডেটলাইন দেয়া হয়েছে।
রাঙামাটি জেলায় যে ৬০ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবে,তাদের মধ্যে রয়েছে রাঙামাটি পৌর এলাকার ৯ হাজার পরিবার, রাজস্থলীর ২৮০০ পরিবার,বিলাইছড়ির ২৮০০ পরিবার, কাপ্তাইয়ের ৬০০০ পরিবার, নানিয়ারচরের ৪৩০০ পরিবার,জুরাছড়ির ২১০০ পরিবার,বাঘাইছড়ি উপজেলা ও পৌরসভার ৯৬০০ পরিবার,বরকলে ৪৪০০ পরিবার,কাউখালীর ৬০০০ পরিবার,লংগদুর ৮০০০ পরিবার এবং রাঙামাটি সদরের ৫০০০ পরিবার।
সরকারের বিদ্যমান ওএমএস ও ভিজিএফ সুবিধার আওতায় থাকা ব্যক্তি বা পরিবার এই সুবিধার আওতায় আসবে না।
এই তালিকায় যারা নাম তুলতে চান তাদেরকে সংশ্লিষট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারদের কাছে যোগাযোগ করে নাম জমা দিতে হবে।
বুধবার এই ব্যাপারে সংশ্লিষ্ট সব উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।