রাঙামাটি

 ১৬০ পরিবারকে ত্রান সহায়তা ওয়াগ্গা বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা শাখার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া ১৬০ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, পিঁয়াজ, আলু সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(১১মে) শিলছড়ি ওয়াপদা কলোনি মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়ার সহ সভাপতি জাফর আহমেদ স্বপনের সঞ্চালনায় এই সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দীন, ওয়াগ্গা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তনচংগ্যা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়ার সহ সভাপতি চিত্তরন্জন তনচংগ্যা, সাংগঠনিক সম্পাদক মো: মফিজ উদ্দিন সহ দলের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, ইতিপূর্বে কাপ্তাই ইউনিয়ন বিএনপির পক্ষ হতে ৭০০ পরিবার এবং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ হতে প্রথম দফায় ৩০ পরিবারকে সহায়তা করা হয়।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Back to top button