
বাঘাইছড়িতে অবৈধভাবে অনুপ্রবেশকারী সন্দেহে রাজেস (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার সদরের চৌমুহনী বাস স্ট্যান্ড থেকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাক্তি কয়েকদিন আগে মারিশ্যাতে এসেছে সে হিন্দিভাষায় কথা বলে নাম ছাড়া কিছুই জানা যায় নাই, তাকে তল্লাশি করে তার কাছ থেকে বাংলাদেশী ১৪৯৩ টাকা পাওয়া যায়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হবে।