লংগদু উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রোকন উদ্দিনের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগ দাবি করে, বর্তমানে রাবেতা মডেল কলেজে ছাত্রলীগের কোন কমিটি নেই। রাবেতা মডেল কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের হওয়ার কারণে, যেহেতু ইতোমধ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এবং বর্তমান কমিটির প্রায় সকল নেতাই সফলতার সাথে উত্তীর্ণ হয়ে কলেজ ত্যাগ করেছে তাই স্বাভাবিকভাবেই নেতৃত্ব শূন্যতার কারণে কলেজে ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় এই কলেজে ছাত্রলীগে কর্যক্রমকে গতিশীল ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি লক্ষ্যে নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিতে সম্মেলনের জন্য সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত গৃহীত হয়।
গত ২০ আগস্ট উপজেলা ছাত্রলীগের সভায় রাবেতা মডেল কলেজ কমিটি গঠনের সিন্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত মোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখে রাবেতা মডেল কলেজ কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়। রাবেতা মডেল কলেজে যে কমিটির ছিল তাদের কোন কাজের দায় দায়িত্ব উপজেলা কমিটির বহন করবে না।(বিজ্ঞপ্তি)