রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন এর ব্যক্তিগত উদ্যোগে বুধবার(২৯ এপ্রিল) সকালে কেপিএম ইসলামী শিশু একাডেমি চত্বরে ২৫ জন এতিম সহ শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, খেজুর, ছোলা, লবন,চিড়া পিয়াঁজ সহ নিত্যপ্রয়োজনীয় ১১ টি আইটেম প্রদান করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা হতে নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এই সব হতদরিদ্রের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।
এই সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাংগামাটি জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী উপস্হিত ছিলেন।