রাঙামাটির রাজস্থলী উপজেলায় দা দিয়ে কুপিয়ে হ্লাপ্রুচাই মারমা (৪২) নামের একজনকে করে হত্যার ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ঘাতক মংথোয়াই মারমা আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকায় কথা কাটাকাটির জেরে ধরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বলেন, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনার সাথে জড়িত মংথোয়াই মারমাকে আটক করে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন জানান, স্থানীয় সূত্রে জানতে পারি নিহত ব্যক্তি সকালে বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার সময় তাদের মধ্যে কোন কারণে কিছুক্ষণ কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে মংথোয়াই মারমা ধারালো দা দিয়ে কুপিয়ে গলা আলাদা করে ঘাতক মংথোয়াই মারমা।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে আমরা তাকে আটক করি এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
( আমরা লাশের বিভৎস ছবি ব্যবহার করিনা-সম্পাদক)