হেলিকপ্টারে ত্রাণ যাবে দুর্গম দুমদুম্যা’য়

পার্বত্য জেলা রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জুরাছড়ি উপজেলার পাহাড়ি দুর্গম সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়নে খাদ্য সংকট নিরসনে ত্রাণ নেয়া হবে হেলিকপ্টারে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ইউনিয়নটিতে পৌঁছাতে পারে ত্রাণ, জানিয়েছেন উপজেলা প্রশাসন।
রাঙামাটিতে করোনা পরিস্থিতিতে কোন মানুষকে যাতে না খেয়ে থাকতে না হয়, সে জন্য ত্রাণ সামগ্রী নিয়ে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে পৌঁছাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ বিভিন্ন সংস্থা ও সংগঠন।
জেলার দূরদূরান্তে যখন ত্রাণ পৌঁছাতে ব্যস্ত প্রশাসন তখন কয়েকদিন ধরে বেশ আলোচনায় এসেছে জেলার জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী দুমদম্যা ইউনিয়নে কয়েকটি ওয়ার্ডে খাদ্য সংকটের বিষয়টি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দূর্গম পাহাড়ি পথের কারণে পর্যাপ্ত না হলেও এই ইউনিয়নে কিছু ত্রাণ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে চালের সংকট দেখা যাচ্ছে। যার কারণে ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের বগাখালি,আদিয়াছড়া,গন্ডাছড়া গ্রামের ৩৮০পরিবারের জন্য ৪মেট্রিক টন চাল ইতিমধ্যে প্যাকেট করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলাটির দুর্গম এই এলাকাগুলোতে।
জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, ইতিপূর্বে ইউনিয়নটিতে কিছু ত্রাণ আমরা পাঠিয়েছি। তখন ইউনিয়নটিতে খাদ্যের কিছুটা সংকট রয়েছে বলে জানিয়েছেন সেখানকার এলাকাবাসী। তাদের আরো ত্রাণ সামগ্রীর প্রয়োজনীয়তা আমাদের কাছে জানায়। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষে সেখানে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানো বেশ কঠিন, পাহাড়ী দুর্গমতার কারণে।
তখন আমি বিষয়টি জেলা প্রশাসককে জানালে, তার প্রচেষ্টায় এই কঠিন কাজটিকে সহজ করে দিতে আমাদের সহায়তা করতে এগিয়ে এসেছে সেনাবাহিনী, তারা হেলিকপ্টারের মাধ্যমে এই দূর্গম সীমান্তবর্তী ইউনিয়নটিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিবে বলে আমাদের জানিয়েছে।
জেলা প্রশাসকের কাজ থেকে বরাদ্ধ দেওয়া ৪মেট্রিক টন চাল ইতিমধ্যে ৩৮০পরিবারের জন্য প্যাকেট করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আশা করি বৃহস্পতিবার এই ত্রাণ সামগ্রী ইউনিয়নটিতে পৌঁছে দেয়া হবে।
প্রসঙ্গত, জুরাছড়ি উপজেলা- হতে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত দুমদুম্যা । এই ইউনিয়ন পাহাড়ী, দুর্গম ও প্রত্যন্ত এলাকা। ১৯৮৩ সালের ২৫শে জুলাই উপজেলা স্থাপিত হওয়ার পর হতে এ উপজেলার একটি ইউনিয়ন হিসেবে কার্যক্রম চালিয়ে আসছে প্রত্যন্ত এই দুমদুম্যা।