ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহণের ঘটনায় এখন পর্যন্ত কোন খোঁজ পায়নি সংঘঠনের নেতাকর্মীরা। সংগঠনের দুই নেত্রীকে অপহরণের ঘটনায় কোন খোঁজ না পাওয়ায় শঙ্কা প্রকাশ করছেন তারা।
এর আগে রোববার সকাল সোয়া নয়টার কুতুকছড়ি আবাসিক এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় সস্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র দুই নেতাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনান্থলে যুব ফোরামের নেতা ধর্মসিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা আত্মরক্ষার্থে পালিয়ে যায়। সস্ত্রাসীরা এসময় ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় ও হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা জানায়, ‘এ ধরণের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ইউপিডিএফের নেতাকর্মীদের অপহরণ, খুন, গুম করাই তাদের মুখ্য কাজ হয়ে গেছে। জুম্ম জাতির কাছে এরা ঘৃনার দৃষ্টিতে রয়েছে।’
ঘটনার বিবরণ দিয়ে কুনেন্টু চাকমা বলেন, রোববার সকাল নয়টার দিকে আমরা সবাই খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ৮-১০ জনের এক দল সন্ত্রাসী আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় আমাদের গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার পায়ে গুলি লাগে। এসময় আত্মরক্ষার্থে আমি আর ধর্ম সিং পালিয়ে যাই। সন্ত্রাসীরা আমাদের হিল উইমেন্স ফেডারেশনের মন্টি চাকমা ও দয়া সোনা চাকমাকে অপহরণ নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা ছাত্রদের একটি মেসে ধরিয়ে দিয়ে যায়’ বলেন কুনেন্টু।
হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার সভাপতি রূপসী চাকমা জানায়, বাংলাদেশে নারীদের অধিকারের কথা বলা হলেও আজ পাহাড়ের নারীরা নিরাপদ না। দিনে দুপুরে সন্ত্রাসীরা আমাদের দুই নেত্রীকে অপহরণ করে নিয়ে গেল। আমরা ঘটনার একদিন পরেও কোন ধরণের খোঁজ খবর পাচ্ছি না। হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীর হদীস না পাওয়ায় তাদের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই নেত্রী।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিৎ বড়–য়া জানান, হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণের ঘটনায় আমরা এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। অপহৃত দুই নেত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি ।
এদিকে, হিল উইমেন্স ফেডারেশনের অপহৃত দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে বুধবার (২১ মার্চ) খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসুচির ডাক দিয়েছে ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।