সাইফুল বিন হাসান ॥
রাঙামাটিস্থ তবলছড়ি কালী মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও সকল সহযোগী সংগঠনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে গীতা ক্লাসে আগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও ধর্মীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মন্দিরে এ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা হিন্দু মহাজোটের আহবায়ক সুজন দে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু মহাজোট’র যুগ্ম আহবায়ক রতœা রাণী দে। এসময় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি শংকর মঠ ও মিশনের সহ-সভাপতি মৃদুল ধর, রাঙামাটি জেলা গীতা শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি উত্তম দত্ত ও সাধারণ সম্পাদক সোহেল সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক প্রিয়ম আইচ এবং সঞ্চালনা করেন রিমন ধর। সভার সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ছাত্র মহাজোটের সদস্য সচিব জয়পাল অন্তু।
সভা শেষে ধর্মীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।