
কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সকে যৌন হয়রানিকারী ও প্রাণনাশের হুমকি প্রদর্শনকারী পরিচালক আমীরুল হাসানের দ্রুত অপসারাণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি সদর হাসপাতালের স্বাধীনতা নার্স পরিষদ। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি শ্রদ্ধারানী বড়ুয়া, সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা চাকমাসহ অন্যান্য স্টাফ নার্সেসরা।
এসময় বক্তারা দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে নির্যাতিত সিনিয়র স্টাফ নার্সের সঠিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।