রাঙামাটির বরকল উপজেলায় হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত পরিবারে সহযোগিতা দিলেন উপজেলা নির্বাহী অফিসার। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন বরকল উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক।
বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি গ্রামে গত ৫ মে রাতে বন্য হাতি টিলার ৪টি বসতঘর ভেঙে ফেলে।
এসময় বাড়ির লোকজন পালিয়ে প্রানে বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর। সেখানে ববসবাসরত মোঃ জালাল(ফকির), মোঃরিমন হাওলাদার, মোঃরিপন(শাহিন), মোঃআলামিন কাজির বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সহযোগিতায় এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার।
বরকল উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক জানান, বন্য হাতির আক্রমনে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার পর উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।