রাঙামাটি শহরে একটি বড় অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শহরের তবলছড়িস্থ হযরত আবদুলাহ ফকির(রহঃ) মাজার সংলগ্ন কবরস্থান থেকে এই অজগরটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মাতৃমঙ্গল এলাকার লোকজন এটি উদ্ধার করে। সাপটির আনুমানিক দৈর্ঘ্য ছয়ফুটেরও বেশি।
মাতৃমঙ্গল এলাকার মোঃ ইলিয়াছ জানান, মাগরিবের নামাজ পড়ার জন্য মাজারের মসজিদে গেলে ছোট বাচ্চাদের হৈ চৈ শুনতে পায়। পরে তাদের কাছ থেকে জানতে পারি কবরের ভিতরে একটি অজগর সাপ জালে আটকা পড়ে আছে। আমি কলিমুলাহ কলি, আবু তাহের, মোঃ ইলিয়াস, সবুজ, রবিউল, সুমনসহ কয়েকজন সেখানে ছুটে যায় আর কবরের ভিতর থেকে সাপটি জীবিত উদ্ধার করি।
মাতৃমঙ্গল এলাকার কলিমুলাহ কলি জানান, সাপটি কবরের ভিতরে জালে আটকা পড়েছিল। এটি লোকজনের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। ছয় ফুট দৈর্ঘ্যর সাপটির যাতে কোনো ক্ষতি না হয় সেভাবেই রাখা হয়েছে। পরে বনবিভাগের সাথে যোগাযোগ করে তাদের কাছে সাপটি হস্তান্তর করেছেন বলে জানান।