নিজস্ব প্রতিবেদক ॥
বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় নেতাকর্মীরা। এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, মমতাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের ধারাবাহিকতার কারণে দেশ আজ উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়ক পার করছে। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে সরকার বিশ^বাসীকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশও পারে। এই পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক, উন্নয়নের প্রতীক, দৃঢ়তার প্রতীক। বক্তারা আগামী বছরের নির্বাচনে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে নির্বাচনের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।