রাঙামাটিতে যুবনায়ক স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বৈদান্তিক পর্ষদ। শুক্রবার বিকেলে বৈদান্তিক পর্ষদের নিজ কার্যালয়ে বৈদান্তিক মন্ত্রপাঠ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
স্বামী বিবেকানন্দের জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেন রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুজন চক্রবর্তী।
এতে বক্তব্য রাখেন সংগীত শিল্পী সুজিত চন্দ্র দাশ, বৈদান্তিক পর্ষদের শুভাকাক্সক্ষী শিক্ষক প্রফুল্ল রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন বৈদান্তিক পর্ষদের সভাপতি রুবেল চক্রবর্তী।
3 Comments
অয়ন চক্রবর্তী
অসংখ্য ধন্যবাদ নিউজটা করার জন্য
Rubel Chakraborty, Sujon Chakraborty, সৌরভ চৌধুরী, Shantanu Kar, চক্রবর্তী স্নেহাশিস