খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সদরের কলোনিপাড়ার একজন মহিলার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে তার স্বামী পজিটিভ হন। বর্তমানে উক্ত দম্পতি ঘরেই আইসোলেশনে আছেন। গত ১৯ মে স্বামীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এই নিয়ে পানছড়িতে মোট ৪ জন করোনা পজিটিভ হলেও, হরিসাধন পাড়ার পজিটিভ ব্যক্তি ২য় রিপোর্টে আবার নেগেটিভ হন। নেগেটিভ-পজিটিভ রিপোর্ট আসা সবাই এখনো আইসোলেশনে আছেন।
সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, “গত ২১মে মোহাম্মদপুর, কলোনি পাড়া ও সাঁওতাল পাড়া থেকে মোট ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তারমধ্যে শুধু একজন পজিটিভ এসেছে। সবার নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।”