
সচেতন নাগরিক সমাজের ব্যানারে ‘ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ স্লোগানে আগামী ১৩ মে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
‘অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির কারেন সাধারন মানুষের জীবন অতিষ্ঠ তাই সকল কাজকর্ম ফেলে এবং গাড়ি বন্ধ রেখে আগামী ১৩ মে সমাবেশ যোগ দেয়ার আহবান জানিয়েছেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক দীপংকর তালুকদার।
তিনি বলেছেন, এরপর যদি প্রশাসন এসব চাঁদাবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হবে।
দীপংকর তালুকদার আরো বলেন, ‘পাহাড়ে অবৈধ অস্ত্রের কারণে যেসব মানুষ নিহত হয়েছের, প্রতিটি হত্যাকান্ডের আমরা নিন্দা জানিয়েছি। আমরা চাই, কেউ যাতে অ-স্বাভাবিকভাবে মারা না যায়। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই আমরা। আমরা চাই এই অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযানটা আরো বেগবান করা হয়।’
আগামীকাল রবিবার ১৩ মে সকালে সারাজেলা থেকে মিছিল সমাবেশ পৌরসভা প্রাঙ্গণে মিলিত হবে এবং সেখান থেকে মিছিল সহ কারে ডিসি অফিসের সামনে সমাবেশ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অরাজকতা সৃষ্টিকারী