প্রকাশিত সংবাদের কারণে রাঙামাটির দুইটি স্বনামধন্য অনলাইন পোর্টাল’র সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করাকে স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ এবং গনমাধ্যমের কন্ঠরোধ’র অপচেষ্টা বলে মনে মন্তব্য করেছেন রাঙামাটির অন্যতম সামাজিক ও মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি,রাঙামাটি জেলার প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী ।
বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, যদি কোনও সংবাদপত্র কিংবা মিডিয়া বা অনলাইন পোর্টাল কারো বিরুদ্ধে কিংবা কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও সংবাদ প্রকাশ করে থাকে, তাহলে সে বা সেই প্রতিষ্ঠান উক্ত পত্রিকায় প্রতিবাদলিপি দিতে পারে। যদি পত্রিকা সেই প্রতিবাদ প্রকাশ না করে তাহলে সে বা সেই প্রতিষ্ঠান যেকোনও পদক্ষেপ নিতে পারেন। কিন্তু সরাসরি এধরনে’র অভিযোগ বা মামলা রুজু করা, সংবাদ পত্রের কন্ঠ রোধ এবং সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ করা ছাড়া অন্য কিছু নয়।
এহেনা পদক্ষেপ নেয়া অনুচিত। এ বিষয়ে তাঁদের যতœবান এবং সতর্ক থাকা বাঞ্চনীয়।’