কাপ্তাই প্রতিনিধি ॥
স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে বৃহস্পতিবার সকালে কাপ্তাইয়ে র্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এই উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এতে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এবং তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে। বিশ্বের দরবারে আজ বাংলাদেশ একটি উজ্জ্বল দেশ। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক ও বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে কর্ণফুলী সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।