করোনা ভাইরাস আতংকে নিস্তব্ধ পুরো শহর, হতদরিদ্র মানুষগুলোর বন্ধ রুটিরোজগারের পথ। তাই রাঙামাটির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবুনন’ এর উদ্যোগে নেয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। হতদরিদ্র মানুষগুলো মুখে অন্ন তুলে দিতে তারা তৈরি করেছেন ‘করোনায় সততা স্টোর’। শনিবার শহরের গর্জনতলী এলাকায় রাস্তার পাশেই করা হয় এই সততা স্টোর।
স্বপ্নবুননের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুর তালুকদার মুন্না জানান, ‘ পুরো শহর জুড়ে নিস্তব্ধতা, যেনো অঘোষিত লকডাউন। অসহায় মধ্যবিত্ত কিংবা গরিব শ্রমজীবী এই মহামারী করোনায় আছেন কষ্টে কিন্তু আত্মসম্মানের জন্য কারো কাছে চাইতে পারছেনা খাবার, বলতে পারছেনা মনের অভিব্যক্তি। তাদের জন্য স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন “স্বপ্নবুনন”র এই উদ্যোগ।’
তিনি আরো বলেন, ‘স্বপ্নবুনন ‘করোনায় সততা স্টোর’ এর আদলে তৈরি খাবার স্টোরে থাকবে না কোন দোকানি, থাকবে না কোন স্বপ্নবুনন এর কর্মকর্তা। টেবিলে দেওয়া আছে খাবার প্যাকেট, লেখা আছে যাদের খাবার কেনার জন্য পর্যাপ্ত টাকা নেই তারা যেন এই দুর্দিনে সততা প্রদর্শন করে নিয়ে যান নিজের জন্য একটি খাবার প্যাকেট। চর্চা করেন সততার। বিভিন্ন খাবারের সমন্বয়ে সাজানো হয়েছে করোনায় সততা স্টোর এর খাবার টেবিল৷, যা নেওয়ার জন্য কোন টাকা পরিশোধ করতে হবেনা।’
এ প্রজেক্ট’র সমন্বয়ক ও স্বপ্নবুনন’র স্বেচ্ছাসেবী আসিফ জানান, ” বর্তমানে সরকার থেকে আহবান করা হচ্ছে সামাজিক দূরত্ব নিশ্চিত করার, তাই জনসমাগম করে খাবার বিতরণ না করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই প্রজেক্ট এর দায়িত্বে রয়েছেন স্বপ্নবুনন এর অন্য দুই স্বেচ্ছাসেবী নাহিম ও নিজাম উদ্দিন। যারা সততা স্টোর এর খাবার শেষ হওয়া মাত্র আবার পুনরায় খাবার সাজিয়ে দিচ্ছেন টেবিল জুড়ে। ’
এদিকে এই স্টোরগুলো স্থাপনের পর থেকে খাবার নিয়ে যেতে দেখা গিয়েছে হতদরিদ্র কিছু মানুষকে।