বান্দরবানের লামা উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. আলা উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে পৌরসভা এলাকার টিএন্ডটি পাড়ায় এ ঘটনা ঘটে। আলাউদ্দিন টিএন্ডটি পাড়ার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক বিষয় নিয়ে মো. আলা উদ্দিন ও তার স্ত্রীর মধ্যে সোমবার দিনগত রাতে ঝগড়া হয়। এর জের ধরে আলা উদ্দিন অভিমান করে মঙ্গলবার ভোররাত তিনটার দিকে বাড়ির পাশে পাহাড়ের একটি আম গাছের সাথে ফাঁস দেয়। সকালে স্থানীয় লোকজন গাছে আলা উদ্দিনের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা পৌরসভার কাউন্সিলর মো. সাইফুদ্দিন বলেন, স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে আলা উদ্দিন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লামা থানা পুিলশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আলা উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।