টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় বাঘাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বিএম স্পোর্টিং ক্লাব। ১-০গোলের ব্যবধানে জয় পায় ক্লাবটি। রাঙামাটি মারী স্টেডিয়ামে শুক্রবার বিকাল ৩টায় মুখোমুখি হয় দল দুইটি। প্রথমার্ধের শুরু থেকেই অাক্রমণে যায় দুই দল। একে-অপরের জালে বল জড়ানোর চেষ্টা করতে থাকে। বাঘাইছড়ি দল বেশ কয়েকটি আক্রমণে গিয়েও গোল দিতে ব্যর্থ হয়। অবশ্য প্রথমার্ধের শেষ মুহুর্ত্বে একটি সহজ সুযোগ তৈরি করে বিএম স্পোর্টিং ক্লাব। কিন্তু অাক্রমণভাগের ব্যর্থতায় গোল বঞ্চিত থাকতে হয় দলটিকে। গোল শূণ্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে মাঠে নামে দুই দল। দুই দলই গোছালো ফুটবল খেলতে থাকে। গোল দিতে মরিয়া হয়ে খেলতে থাকে তারা। প্রায় নিশ্চিত ড্রয়ের দিকে যখন ম্যাচ গড়াচ্ছে তখন শেষ বাঁশি বাজার ঠিক পাঁচ মিনিট অাগে বিএম স্পোর্টিং ক্লাবের দুই নং জার্সি পরিহিত খেলোয়াড় গোল করে এগিয়ে দেয় দলকে। গোল শোধে অার কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাঘাইছড়ি। ১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিএম স্পোর্টিং ক্লাব। ম্যাচ সেরা হন, বিএম স্পোর্টিং ক্লাবের মং থোয়াই মার্মা। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। উল্লেখ্য, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা অনুর্ধ্ব১৬ ফুটবল টুর্নামেন্টে শহর ও উপজেলার ১৬ টি ক্লাব অংশগ্রহণ করছে। অা রোরবার বিকাল ৩টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভোলকান ক্লাবের মুখোমুখি হবে বরকল উপজেলা ক্রীড়া সংস্থা।
আরো দেখুন
দীঘিনালায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি
খাগড়াছড়ির দীঘিনালায় টিসিবি’র ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রয় শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে …