সেনামৈত্রী বিদ্যানিকেতনে উন্নয়ন কাজের উদ্বোধন

রাঙামাটির লংগদু উপজেলা সদরের অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান সেনামৈত্রী বিদ্যানিকেতনে নতুন ভবন নির্মান উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে ।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যায়ে তিনতলা ভিতের একতলা ভবন নির্মান কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য মো. জানে আলম ।
শনিবার সকালে ফিতা কেটে উন্নয়ন কাজের এ উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুর মোহাম্মদ,খলিলুর রহমান খান,শাহ আলম প্রমূখ ।
উল্লেখ্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২০১০ সালে লংগদু বিদ্যানিকেতন নামের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ।গত সাত বছরে এ বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল ও নানা সাংস্কৃতিক কর্মকান্ডে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটি বিদ্যালয়ের উন্নয়ন ও পুর্ণাঙ্গ স্থায়ী প্রতিষ্ঠানের লক্ষে গত ২০১৭ সালে বাংলাদেশ সেনা বাহিনীর সহযোগিতা নেয়। লংগদু জোনের অধিনায়ক শিক্ষানুরাগী সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল আব্দুল আলীম চৌধুরীর তত্বাবধায়নে গত বছর থেকে বিদ্যালয়ের অবকাঠামোগত নানা পরিবর্তন আনা হয় । বিশেষ করে শিক্ষার্থীদের খেলাধুলার নানা উপকরন,ফটক নির্মান,অভিভাবকদের অপেক্ষাগার,বিশুদ্ধ পানি ও সৌচাগারের ব্যবস্থাকরা এবং যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো । সাথে সাথে বিদ্যালয়ের নামকরনেও পরিবর্তন আনে ব্যবস্থাপনা কমিটি । পুরানো নামের সাথে সঙ্গতি রেখেই নতুন নামকরণ করা হয় ‘সেনা মৈত্রী বিদ্যানিকেতন’ ।