সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে ফ্রি চিকিৎসা ক্যাম্প

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল বান্দরবান আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্ধোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। চিকিৎসা ক্যাম্পে বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ড’সহ আশপাশের এলাকায় প্রায় তিন শতাধিক গরীব, অসহায়, দুস্থ পাহাড়ী-বাঙ্গালী নারী-পুরুষ এবং শিশুদের এ চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসার পর রোগীদের প্রয়োজনীয় ঔষুধ পত্রও বিনামূল্যে প্রদান করা হয়।
সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: জিয়াউল হক বলেন, শুধুমাত্র বান্দরবান পৌরসভায় নয়। সেনাবাহিনীর প্রতিটি জোন এবং দূর্গমাঞ্চলের সেনা ক্যাম্প গুলোর উদ্যোগেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হচ্ছে। চিকিৎসা নেয়া রোগীদের বিনামূল্যে ঔষুধও প্রদান করা হচ্ছে। এটি সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের একটি পাহাড়ে।