বান্দরবানে প্রয়াত শিল্পী সুবীর নন্দীর স্বরণে শিল্পী সমাজের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা কার্যালয়ের হল রুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রবীণ শিল্পী দীপ্তি কুমার বড়ুয়ার সভাপতিত্বে রাজেশ দাশের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটের কালচারাল অফিসার চথুই প্রু মার্মা, প্রবীণ শিল্পী থোয়াই চিং প্রু নিলু, মিলন ভট্টাচার্য্য, শিল্পী জাহাঙ্গীর আলম, মেনী প্রু, ম্যা ম্যা নু মারমা, আমিনুল ইসলাম প্রামাণিক, পরিতোষ দাশ, দিলীপ বড়ুয়া, হিল্লোল দত্ত সহ বান্দরবানের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তারা সুবীর নন্দী স্মরণে এক মিনিট দাড়িঁয়ে নীরবতা পালন করেন।
এসময় শিল্পী সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত সুবীর নন্দীর দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে এবং আগামী দিনে তাঁর সঙ্গীতকে বাঁচিয়ে রাখা ও নতুন প্রজন্মকে সুবীর নন্দীর সঙ্গীত পরিবেশনের প্রতি আহবান জানান।