নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সুবলং ইউনিয়নের মিতিঙ্গাছড়ি শ্রাবস্তী বন বিহার প্রাঙ্গণে অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে মৈত্রী পরিষদ নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
বিতরণকালে শ্রাবস্তী বন বিহারের ভান্তে সংঘসার মহাস্থবির, মৈত্রী পরিষদের সংগঠক সুজন বড়ুয়া, প্রনব বড়ুয়া, সুব্রত বড়ুয়া, সৌরেন বড়ুয়া, বিজেন বড়ুয়া ও সুমন বড়ুয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সুপ্রিয় বড়ুয়া ও সংগঠক সুজন বড়ুয়া জানান, মানুষের মুখে হাঁসি ফোটানোর অবিরাম প্রচেষ্টায় মৈত্রী পরিষদ প্রতিষ্ঠাকাল থেকেই মানবিক কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমরা প্রতি বছরই প্রান্তিক এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে শীতবস্ত্র বিতরণ করে আসছি। শুক্রবার সুবলং ইউনিয়নের অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।