‘প্রকৃতিকে সংরক্ষণ ও পরিবেশকে বাঁচানোর পাশাপাশি রাঙামাটিতে ঘটে যাওয়া গত ১৩ জুনের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো অন্যান্য বিপর্যয় থেকে রক্ষা পেতে সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে। প্রকৃতির ভয়াবহ বিপর্যয় রুখতে প্রকৃতি সংরক্ষণের কার্যকরী উদ্যোগ গ্রহন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।’
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্রকৃতি সংরক্ষণে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা-২০১৮ উপলক্ষে শনিবার সকালে পার্বত্য শহর রাঙামাটিতে র্যালিশেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন।
শনিবার সকালে শহরের হ্যাপির মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সামনে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হিমেল চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এইমাত্র প্রকাশিতঃ
- যুব মহিলালীগের বঙ্গমাতার জন্মদিন উদযাপন
- পাহাড়ে হঠাৎ বেড়েছে ম্যালেরিয়ার আতঙ্ক
- প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে ইচ্ছে মত ভাড়া আদায়ের অভিযোগ!
- জাতির পিতার জীবন সংগ্রামে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য: দীপংকর তালুকদার এমপি
- ডিসির নামে টাকা নিয়েছেন শুনে ক্ষেপলেন জেলা প্রশাসক
- রামগড়ে প্রশিক্ষণার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ বিজিবির
- অভিলাষ ক্রিকেট ক্লাবকে পৌরসভার আসবাব প্রদান
- অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকুক: নানিয়ারচরে দীপংকর