করোনাভাইরাস আপডেট
সুইডিশে ত্রান বিতরণ

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর আবাসিক শিক্ষক ও কর্মচারীদের যৌথ উদ্যোগে আবাসিক এলাকার বসবাসরত অসহায় ও দুস্থ লোকদের মাঝে বৃহস্পতিবার (২৩এপ্রিল) বেলা ১১টায় সামাজিক দূরত্ব বাজায় রেখে ২৭জনকে চাল, পিয়াজ, লবন, আলু, ছোলা, তৈল, ডাল ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় শিক্ষক/কর্মচারী গণ বলেন,প্রতিটি এলাকা হতে নিজ, নিজ উদ্যোগে এগিয়ে আসলে কেউ আর না খেয়ে কস্ট পাবেনা। তাই সবাইকে স্ব-স্ব এলাকা হতে এগিয়ে আসার আহবান জানান তারা।