বান্দরবানে সাড়ে ৪ হাজার কর্মহীন শ্রমজীবী গরীব অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা এবং পৌরসভার উদ্যোগে পৃথকভাবে সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মকছুদুল আমিন, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বান্দরবান জেলা শাখার সভাপতি রাজু বড়ুয়া, সহ সভাপতি নাজমুল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক এন এ জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাগেছে, পৌরসভার উদ্যোগে ৪ হাজার দুইশ পরিবার এবং শিশু কিশোর সংগঠনের উদ্যোগে প্রায় তিনশ পরিবারকে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে সেমাই, নুডলস, চিনি, নারিকেল,দুধ ও তেল’সহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, একদিন পরই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সবাই যাতে পবিত্র ঈদে বাসায় থেকে কিছুটা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। সে জন্যই সরকারী-বেসরকারি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। দেশের ক্রান্তিকালে সবারই উচিত মানবিক হওয়া। হতদরিদ্র মানুষের দাড়ানো। সরকার করোনা ভাইরাস মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
এইমাত্র প্রকাশিতঃ
- ‘অভিমান ভুলতে’ বিশাল বহর নিয়ে টুঙ্গিপাড়ায় রাঙামাটি আওয়ামীলীগ
- মুক্তিযোদ্ধা মংপ্রু সেইন শিক্ষাবৃত্তি দিলো খাগড়াছড়ি রিজিয়ন
- ভাড়া বেশি নেয়া অভিযুক্ত চালকদের শাস্তি দিলো সমিতি
- বিদ্যালয়ের গেটের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
- অস্ত্রসহ জনসংহতি সমিতির কালেক্টর আটক
- কাপ্তাইয়ে পাচারকালে চোলাই মদসহ আটক ২
- রাবিপ্রবি’র ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের ২য় ব্যাচের নবীন বরণ
- কাপ্তাই ন্যাশনাল পার্কে ময়নাপাখি অবমুক্ত