‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতে রাঙামাটি শহরে স্কুল মাঠে বাজার

করোনাকালিন সময়ে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে রাঙামাটির বনরূপা কাঁচা বাজার ও কালিন্দীপুর কাঁচাবাজারকে স্থানান্তর করে আলফেসানী উচ্চ বিদ্যালয় খোলা মাঠে বসানো হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুটি বাজার ওই স্কুল মাঠেই ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখেই বেচা কেনা শুরু হয়।
প্রথম দিনের কারণে ক্রেতা বিক্রেতা উপস্থিত ছিল কিছুটা কম। বাজার করতে আসা লোকজনকে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে বাজার করার সুবিধার্থে প্রশাসনের এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু সৈয়দ। তিনি বলেন, আশা করছি কয়েকদিনের মধ্যে বাজার জমে উঠবে।
বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, খোলা মাঠে হওয়ার কারনে এখানে নিরাপদে ও সামাজিক দূরত্ব বাজায় রাখা সম্ভব হচ্ছে। যদি কাঁচা বাজারের সাথে, মাছবাজারকেও সংযুক্ত করা হয়, তাহলে বাজার করতে আসা সকলের সুবিধা হবে।
বাজার পরিদর্শন করতে এসে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সখিনা আক্তার বলেন, বনরুপা কাঁচা বাজারটি সরু হওয়ার কারনে ‘সামাজিক দূরত্ব’ বাজায় রাখা সম্ভব হচ্ছিলো না। তাই সরকারের নির্দেশনা মোতাবেক শহরের দুটি বাজারকে স্কুলের খোলা মাঠে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাকী বাজারগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।