সাভারের আশুলিয়াতে ইউনাইঢেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে আশুলিয়ার গাজীরচর এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কান্তময় চাকমা ও পাহাড়ী ছাত্র পরিষদের অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা।
তবে ইউপিডিএফ দাবি করছে, কান্তময় চাকমা নামে তাদের কেউ আটক হয়নি। আটক সুনীল ত্রিপুরা পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও রিপন চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের দফতর সম্পাদক।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কান্তময় চাকমা ও সুনীল ত্রিপুরা নামে দুইজনকে আমরা রাঙামাটির ইন্টিমেশন অনুযায়ী আটক করেছি। এরা এখানে লুকিয়ে ছিলো, তাদের আরেকটা গ্রুপ এদের ব্লক করে আমাদের অফিসিয়ালী ইনফরমেশন দিয়েছে, আমরা তাদেরকে আটক করেছি। আটকের রাঙামাটির পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রাঙামাটির নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানিয়েছেন, আমরা দুইজনের আটকের পেয়েছি। তারা যদি মামলার আসামি হয় তাহলে তাদেরকে রাঙামাটিতে আনা হবে। আমরা এই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।
ইউনাইঢেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মাইকেল চাকমা বলেন, আমাদের দুইজনকে অন্যায় ভাবে আটক করা হয়েছে। তারা সংগঠনিক কাজে ঢাকাতে গিয়েছিলো। সংস্কারবাদীরা তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। তাদের নামে থানায় কোনও মামলাও নেই। আমরা আটকদের মুক্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৩ মে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। পরদিন (৪ মে) তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের প্রধান তপন জ্যোতি চাকমাসহ আরো ৫ জন নিহত হন। এ দু’টি ঘটনায় ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমাসহ ১১৮ নামে নানিয়ারচর থানার পৃথক দু’টি অভিযোগ করা হয়।