সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ ভূঁইয়ার ইন্তেকাল

নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার মোঃ খোরশেদ ভুঁইয়া (৪০) ১৪ মে রাত সাড়ে দশটায় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি দুই সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন।
মরহুম খোরশেদ বাংলাদেশ আওয়ামীলীগ ৩নং বুড়িঘাট ইউনিয়নের সাধারন সম্পাদক, অ্যাডভোকেট মোঃ মামুন ভুইঁয়া’র বড় ভাই । তাহার ছোট ভাই মোঃ মিজানুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ ৩নং বুড়িঘাট ইউনিয়ন এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ, নানিয়ারচর উপজেলা শাখার সাবেক নেতা।
খোরশেদ ভুঁইয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, নানিয়ারচর উপজেলা,আঃ রাজ্জাক ভুইঁয়া এর বড় ভাই মৃত মোঃ রফিক ভূঁইয়ার বড় ছেলে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন। পৃথক পৃথক শোক বিবৃতিতে তারা তাহার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে, মহান সৃষ্টিকর্তার নিকট তাহাকে জান্নাত বাসি করার প্রার্থনা করেছেন।