
দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় সাজেকগামী পর্যটক পনের বছর বয়সি এক কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত দীঘিনালা জীপ সমিতির লাইনম্যান নাসির উদ্দিন ওরফে মনা (৪৫) পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ভূক্তভোগী বালক বাদি হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত মনা উপজেলা সদরের থানাপাড়া এলাকার মো. সেকান্দার মিয়ার ছেলে।
পুলিশ ও ভূক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, ভূক্তভোগী কিশোরের বাড়ি নোয়াখালিতে। তবে সে চট্টগ্রাম খালার বাসায় থেকে একটি দোকানে চাকুরী করে। সাজেক বেড়াতে যাওয়ার জন্য সে চট্টগ্রাম থেকে সোমবার বিকালে দীঘিনালা বাসটার্মিনালে পৌছে। সেখানে দরবার হোটেল নামক রেষ্টুরেন্টে ভাত খেয়ে রেষ্টুরেন্ট মালিকের নিকট সাজেক যাওয়ার বিষয়ে পরামর্শ জানতে চায়। রেষ্টুরেন্ট মালিক গাড়ির লাইনম্যান মনাকে দেখিয়ে দেন। মনা সব শুনে সহযোগিতার কথা বলে কিশোরকে তাঁর মোটর সাইকেলে তোলে নিয়ে যায়। উপজেলা সদরের কুমিল্লাটিলা নামক এলাকায় মনার নির্মানাধীন ভবনে নিয়ে জোর পূর্বক কিশোরকে বলাৎকার করে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দ্বায়ের করেছে ভূক্তভোগী কিশোর। একইদিন কিশোরের ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে পলাতক মনাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।