‘দুর্যোগপূর্ণ আবহাওয়া’র কারণে রাঙামাটির সাজেকে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সফর স্থগিত করা হয়েছে। ১১ মে থেকে ১৪ মে ৪ দিন সপরিবারে পাহাড়কণ্যা সাজেকে অবকাশে আসার কথা ছিলো রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মোঃ নবীরুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানও মঙ্গলবার রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতির সাজেক আসার কর্মসূচী স্থগিত করার বিষয়টি আমাদের জানানো হয়েছে।’
প্রটোকল অফিসার মোঃ নবীরুল ইসলাম সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি আগামী ১২-১৪ মে, ২০২২ ইং তারিখ রাঙামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় (অশনি) এর প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারনে স্থগিত করা হলো।’
প্রসঙ্গত, ঘুর্নিঝড় অশনি’র প্রভাবে সারাদেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে গত কয়েকদিন ধরে প্রায়শই ভারি ও হালকা বৃষ্টিপাত হচ্ছে,সেইসাথে আছে বাতাসের বেগও।
পর্যটন উপত্যকা সাজেক রাঙামাটিতে অবস্থিত আয়তনে দেশের সবচে বড় উপজেলা বাঘাইছড়িতে অবস্থিত। সেখানে মেঘের উপত্যকা খ্যাত ভারতের মিজোরাম সীমান্তবর্তী দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যের জন্য দেশজুড়ে খ্যাতি লাভ করেছে। প্রায় দুই শতাধিক রিসোর্ট কটেজ গড়ে উঠেছে সাজেকে। প্রতিবছর কয়েক হাজার পর্যটক এখানে আসেন মেঘ পাহাড়ের অনাবিল সবুজ সৌন্দর্য্য উপভোগ করতে।