মোঃমহিউদ্দিন ,বাঘাইছড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকা থেকে একজনকে ইয়াবা সহ আটক করেছেন বাঘাইহাট জোনের সেনাবাহিনী।
শুক্রবার ২৯ জুলাই মধ্যরাতে বাঘাইহাট জোন,৬ ইস্ট বেঙ্গল,জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী,পিএসসি এর নির্দেশে সাজেক আর্মি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইবনুল বায়াৎ মোঃ ফজলে এলাহী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়িসহ মাদকদ্রব্য আটক করা হয়। আটক ব্যক্তি সাজেক গেস্ট হাউজ এর অংশীদার বা মালিক মোঃ জনি। সে দীঘিনালার থানাপাড়ার মোঃ আলমগীর এর পুত্র বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।
আটকের পর তার থেকে ৪৮০ পিচ ইয়াবা, ২০০ টি ফয়েল, ইয়াবা সেবনের জন্য বোতলের সিপি ০৩ টি, কাগজের পাইপ ০৭ টি এবং নগদ মাদক বিক্রির ২৬,০০১ টাকা জব্দ করা হয়। পরে তাকে সাজেক থানায় হস্তান্তর করা হয়।
সাজেক থানার ওসি মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনের আওতায় মামলার কাজ চলমান।
বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, সাজেক পর্যটন এলাকায় মাদক দ্রব্য থেকে যুব সমাজকে রক্ষায় জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তারই ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিতা অব্যাহত থাকবে।