‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি।’ খাগড়াছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে পৌর টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইছ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহেরিন ইয়াসমিন।
Previous Articleখাগড়াছড়ি বিএনপির কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ,আহত ২৬
Next Article মাটিরাঙ্গায় স্বাক্ষরতা দিবস পালিত