রাঙামাটির প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ থেকে জেলা ক্রিড়া সংস্থার অফিসে যাওয়ার পথে বিজন সরনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শি মোঃ বোরহান জানায়, সাংবাদিক সুনীল কান্তিকে বহনকারি সিএনজি অটোরিক্সাটি বেপরোয়া গতিতে চলছিল। ঘটনাস্থলে একটি মাইক্রবাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে সিএনজির মধ্যে থাকা সুনীল কান্তি দে আহত হয়েছেন
তবে অটোরিক্সায় সুনীল কান্তি দের সহযাত্রী রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান সুস্থ রয়েছেন।
আহত সাংবাদিক সুনীল কান্তিকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় সুনীল কান্তির হাতের আঙ্গুলে আঘাত পেয়েছেন। চিকিৎসা শেষে তাকে নিজ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন
Previous Articleড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ পাহাড়ী ছাত্র পরিষদের
Next Article বনরূপা বাজার খোলা রাখা-না রাখা নিয়ে টানাপোড়েন