নিজস্ব প্রতিবেদক ॥
দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় ২৪.কম এর খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রতিনিধি ও হেয়াকোঁ বনানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শ্যামল রুদ্রের বাবা স্বর্গীয় আশুতোষ রুদ্রের শ্রাদ্ধানুষ্ঠান ১ জানুয়ারি শনিবার রামগড় গর্জনতলীস্থ নিজ বাসভবনে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে। উক্ত অনুষ্ঠানে শুভানুধ্যায়ীদের উপস্থিত হয়ে স্বর্গীয় আত্মার শান্তি কামনায় প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ৩-৩৫ মিনিটে রামগড় চা বাগানের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক শ্রী আশুতোষ রুদ্র(৯০) পরলোকগমন করেন। মৃত্যুকালে তিন ছেলে এক মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ, খাগড়াছড়ি পৌর মেয়র, জেলা উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ, সনাতন সমাজ কল্যাণ কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন। তাঁর আদি বাড়ি কুমিল্লার বরুরা উপজেলার বারেরা গ্রামে। তিনি ওই সময়ের বিখ্যাত বিদ্যাপিঠ ঈশ্বর পাঠশালা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেন।