দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার কাপ্তাই প্রতিনিধি নজরুল ইসলাম লাভলু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যগণ তাকে দ্রুত ঢাকায় নিয়ে যান।
ঢাকা ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ (সার্জারি) ডা. জাহাঙ্গীর কবির জানান, কাপ্তাইয়ের সিনিয়র সাংবাদিক লাভলু বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরিভিত্তিতে তাকে অপেন হার্ট সার্জারি করাতে হবে।
সাংবাদিক নজরুল ইসলাম লাভলু বলেন, এনজিওগ্রামের পর হার্টে দুইটি ব্লক ধরা পড়েছে। ব্লকের অবস্থা দেখেই চিকিৎসক দ্রুত অপারেশনের প্রস্তুতি নিতে বলে। দুই-একদিনের মধ্যে অপারেশন হবে বলে তিনি জানান।