সাংবাদিকের চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

বান্দরবান পুলিশের বিশেষ অভিযানে চুরি হয়ে যাওয়া একটি মেবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার উদ্ধার হওয়া এই মোবাইল ফোনের মালিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও দি এশিয়ান এইজ পত্রিকার বান্দরবান প্রতিনিধি সাংবাদিক ইয়াছিনুল হাকিম চৌধুরীর হাতে তুলে দেন।
এসময় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কামরুজ্জামান, মোবাইলফোন উদ্ধারকারী পুলিশ সদস্য মোহাম্মদ সাদ্দাম, মোহনা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক ইয়াছিনুল হাকিম চৌধুরী জানান, ২০১৮ সালের ২৮ মার্চ বান্দরবানের লামা গজালিয়া আখিরাম পাড়া ত্রিপুরা সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার স্যামস্যাং জে সেভেন মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করে না পেয়ে আমি বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি। আর এরপর পরই বান্দরবান পুলিশের দক্ষ আইসিটি কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেনের সহায়তায় মোবাইল ফোনটি আজিজনগর থেকে উদ্ধার করা হয়। আমি আমার মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি এবং বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার এবং পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, ‘আমরা পুলিশ বিভাগ সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। সমাজে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছে। দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার বান্দরবান প্রতিনিধি সাংবাদিক ইয়াছিনুল হাকিম চৌধুরী মোবাইল ফোনটি আমরা উদ্ধার করে তার হাতে তুলে দিতে পেরে বান্দরবান পুলিশ প্রশাসন আনন্দিত।’