বিভিন্ন গণমাধ্যম থেকে সাংবাদিকদের ছাঁটাই এর প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। বুধবার সকালে ইন্ডিপেন্ডেন্ট টিভি’র বার্তা সম্পাদক মহিদুল ইসলাম রাজুসহ বিভিন্ন গণমাধ্যম থেকে সাংবাদিকদের ছাটাই এর প্রতিবাদে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীরা ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক কাশেমী, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা সম্পাদক মহিদুল ইসলাম রাজুসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানকে থেকে সাংবাদিকদের কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই ছাঁটাই করা হচ্ছে। কর্তৃপক্ষের এ ধরণের সিদ্ধান্ত অন্যায় এবং নিন্দনীয়। যা সাংবাদিক সমাজ কখনোই মেনে নিবে না। অবিলম্বে ছাঁটাইকৃত সাংবাদিকদের স্ব-পদে বহাল রাখার দাবি জানাচ্ছি।