‘বিরল সমঝোতা’য় পুন:গঠিত রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর,যেদিন কমিটি অনুমোদন করা হলো,সেই ২৭ সেপ্টেম্বরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমের উপর থেকে গত কয়েকমাস আগে জারি করা ‘সাংগঠনিক স্থগিতাদেশ’ প্রত্যাহার করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের নিজের ওয়ালে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি সরকারি কলেজ শাখার উপর অর্পিত সাংগঠনিক স্থগিতাদেশ অদ্য ২৭-০৯-২০১৭ তারিখে প্রত্যাহার করা হলো।
এই সংবাদ বিজ্ঞপ্তির নীচে সভাপতি সুজন ও সাধারন সম্পাদক প্রকাশ চাকমার সাক্ষর রয়েছে। রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমাও এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাস কয়েক আগে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের কলেজ সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদকে মারধর করা সভাপতি বাপ্পার অনুসারি কলেজ ছাত্রলীগের একদল উশৃংখল কর্মী। এই ঘটনার পর কলেজ ছাত্রলীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ জারি করে জেলা ছাত্রলীগ।
এইমাত্র প্রকাশিতঃ
- কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাইখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- মহালছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই
- স্বদেশ’র ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ আবৃত্তি ও কথামালা
- জম্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা পার্বত্য খাগড়াছড়িতে
- বান্দরবানে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
- বান্দরবানে জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা